অনিয়ম দুর্নীতির অভিযোগে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী মেথুকে বরখাস্ত করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
পৌর মেয়রের বিভিন্ন দুর্নীতির অভিযোগে ফরিদপুর পৌরসভার কাউন্সিলরদের অনাস্থার ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মেয়র শেখ মাহাতাব আলী মেথুর বিরুদ্ধে ৮টি অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে।
তার বিরুদ্ধে পৌর এলাকার উন্নয়ন কাজে নিজস্ব লোকদের কাজ দেওয়া, পৌরবাসীর মতামতকে তোয়াক্কা না করে পৌরকর বাড়ানো, পৌরসভা এলাকায় কয়েকটি মার্কেট নির্মাণে ব্যাপক দুর্নীতি ও ২৪টি দোকান বরাদ্দে অনিয়ম, সরকারের পাওনা ১ কোটি সত্তর লাখ সাত হাজার টাকা পরিশোধ না করে আত্মসাত করা, পৌরসভা পরিচালিত স্কুলে তার নিজস্ব আত্মীয়কে নিয়োগ দেওয়া, পৌরসভার হাট-বাজার ইজারা দিয়ে আর্থিক অনিয়ম, গরুর হাটে ইজারার টাকা নিজের তহবিলে নেওয়া, বিভিন্ন খাতে বিধিবহির্ভূতভাবে ব্যয়সহ বেশকিছু দুর্নীতির অভিযোগ ওঠে।
মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত ২৮ অক্টোবর পৌর কাউন্সিলরেরা একযোগে তার বিরুদ্ধে অনাস্থা আনেন। বিষয়টি তদন্তে মন্ত্রণালয় থেকে উপ-সচিবের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর স্থানীয় সরকার পৌরসভা আইন’২০০৯ এর ৩১(১) ধারার বিধান অনুযায়ী ফরিদপুর পৌরসভার মেয়রের পদ থেকে শেখ মাহতাব আলী মেথুকে সাময়িকভাবে বরখাস্ত করার একটি চিঠি জেলা প্রশাসকের কাছে ফ্যাক্সবার্তায় আসে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment