১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক সম্প্রচারে যাচ্ছে নির্মাতা রেদওয়ান রনির অনলাইন টিভি পপকর্ন লাইভ [www.popcornlive.tv]। বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে পপকর্ন লাইভ।
রনি জানান, যেকোন ধরনের কম্পিউটার, আইপ্যাড, ট্যাবসহ যে কোন স্মার্টফোন থেকে যে কোন জায়গায়, যে কোন সময় এই টিভি দেখা যাবে।
তিনি আরো বলেন, ‘ডিজিটাল যুগে এসে টেলিভিশনও পাল্টে যাচ্ছে। তার সঙ্গে মিলিয়েই এই অনলাইন টিভি চ্যানেল। আমরা পরীক্ষামূলক সম্প্রচার শুরু করছি। এর মূল সুবিধে হবে রিয়েল টাইম অনলাইন স্ট্রিমিং এর পাশাপাশি এখানে আর্কাইভ থেকে সব প্রোগ্রাম ইচ্ছেমতো যে কোন সময় দর্শকরা দেখতে পাবেন। ফলে অনুষ্ঠান মিস করার কোন সমস্যা থাকবে না। আমরা খুব শিগগিরই চূড়ান্ত সম্প্রচারে যাব। এটি একটি বিনোদনভিত্তিক চ্যানেল হবে। নতুন ধরণের দারুণ কিছু অনুষ্ঠান দিয়ে আমরা চ্যানেলটি সাজাচ্ছি। দর্শক এতদিন চ্যানেলে চ্যানেলে আমার নির্মাণ দেখেছেন। তাদের ভালোবাসা পেয়েছি। আশা করি এখানেও আমি দর্শকদের পাব। আমার সব ভক্তদের এই চ্যানেলটি উৎসর্গ করতে চাই।’
নাটক ও সিনেমার পাশাপাশি পপকর্ন লাইভের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে থাকছে নতুন টিভি সিরিজ, বিশেষ শো মিস্টার মিস ফিট, বিশেষ অনুষ্ঠান আন্ডারগ্রাউন্ড লেভেল ৬, ইত্যাদি।
দর্শকরা এই চ্যানেলটি উপভোগ করতে লগইন করতে হবে www.popcornlive.tv ঠিকানায়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment