টানা ৬ষ্ঠ জয়। টানা জয়েই স্বস্তি ফিরতে শুরু করেছে ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। সর্বশেষ নিজেদের মাঠে ৩-০ গোলের বড় ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারিয়েছে রেড ডেভিলরা।
এই জয়ে ১৬ মাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচ খেলে লুই ফন গালের শিষ্যাদের সামনে রয়েছে ম্যানচেস্টারেরই আরেক দল ম্যানসিটি (৩৬) এবং চেলসি (৩৯)।
স্যার আলেক্স ফার্গুসনের বিদায়ের পর টানা এতটা ম্যাচ এর আগে আর জেতেনি ম্যানইউ। বোঝা যাচ্ছে, লুই ফন গালের অধীনে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা।
ওল্ড ট্র্যাফোর্ডে আজ ছিল মর্যাদার লড়াইও। রেড ডেভিল আর অল রেডদের এই লড়াইয়ে আগের ধার না থাকলেও বিষয়টা ঐতিহ্যগত। তবে নিজেদের মাঠ থেকে অল রেডদের জয় নিয়ে ফিরে যেতে দেয়নি ম্যানইউ।
ম্যাচের ১২ মিনিটেই অধিনায়ক এবং দলের সেরা স্ট্রাইকার ওয়েন রুনির ডান পায়ের দুর্দান্ত এক শটে গোলের সূচনা করে স্বাগতিকরা। ৪০ মিনিটে এসে ব্যবধান বাড়ান স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতা। ৭১ মিনিটে লিভারপুলের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রবিন ফন পার্সি।
এই হারের ফলে ১৬ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেল লিভারপুল।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment