শহীদ মিনারে শ্রদ্ধায় ভালবাসায় সিক্ত হলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। সোমবার দুপুরে কাইয়ুম চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে অশ্রুসিক্ত নয়নে একে একে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন চিত্রশিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদসহ বিভিন্ন অঙ্গন ও শ্রেণী-পেশার মানুষ।
শিল্পীর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কাইয়ুম চৌধুরীর মরদেহ জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হয়। সোমবার বেলা দেড়টার দিকে জোহরের নামাজের পর জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
জানাজায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
শহীদ মিনারে বরেণ্য এ শিল্পীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন শ্রদ্ধা জানান।
একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শিল্পীর প্রতি একে একে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, উদীচীর সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কথাসাহিত্যিক আনিসুল হক, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে অধ্যাপক মুনতাসীর মামুন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, ছড়াকার আখতার হুসেন, বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান, শিল্পী কালিদাস কর্মদাস, কবি আসাদ চৌধুরী, গণস্বাস্থ্যের পরিচালক ডা. জাফরুল্লাহ প্রমুখ।
উল্লেখ, গতকাল রোববার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রাত পৌনে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment