বাংলাদেশের দুই ওপেনারের বিদায় !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, December 1, 2014

বাংলাদেশের দুই ওপেনারের বিদায় !!!!!


১২৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের ইনিংসের ৪.২ ওভারে দলীয় ১৮ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। ১৫ বলে ১০ রান করে তিনাশে পানিয়াঙ্গারার শিকার হন তিনি। এরপর ষষ্ঠ ওভারে গিয়ে আউট হন এনামুল হকও।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন সৌম্য সরকার (৬) ও অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ (০)। আউট হয়েছেন তামিম (১০) ও এনামুল (৮)। জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন পানিয়াঙ্গারা ও চাতারা।

এর আগে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাত্র ৩০ ওভারে ১২৮ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিক করার দারুণ নজির গড়েন তাইজুল ইসলাম। স্পিন বিষে প্রতিপক্ষকে নীল করেছেন সাকিব আল হাসানও। তিন উইকেট নিয়েছেন তিনি, দুটি উইকেট গেছে জুবায়েরের ঝুলিতে। বাকি একটি উইকেট মাশরাফি মর্তুজার দখলে।

সোমবার ‘হোম অব ক্রিকেটে’ টস হেরে দিন শুরু করে বাংলাদেশ। এদিন সফরকারী জিম্বাবুয়ের শুরুটাও ছিল ভলো। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৯ রান যোগ করে ভালো কিছু করার প্রত্যয় দেখাচ্ছিলো তারা। কিন্তু ১৩ রানের ব্যবধানে অর্ধশতক হাঁকানো হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের বিদায়ের পর একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিগম্বুরা বাহিনী। ২২ রানের ব্যবধানে শেষ সাতটি উইকেট হারায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। পাঁচ চার ও তিন ছয়ে ৫৪ বলে ৫২ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে ভুসি সিবান্দার ব্যাট থেকে। এছাড়া দলটির পক্ষে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। বাংলাদেশের অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলাম ৭ ওভার বল করে দুই মেডেন-সহ ১১ রান দিয়ে চারটি উইকেট দখল করেন। সাকিব ৭ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here