টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে আগেই নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। সুযোগের অপেক্ষায় ছিলেন নিজেকে ওয়ানডেতে মেলে ধরার। সুযোগ পেলেনও এবং স্বপ্নিল অভিষেকেই তুলে নিলেন হ্যাটট্রিকসহ ৪ উইকেট।
ইনিংসের ২৭তম ওভারে ব্যক্তিগত ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই আগের ম্যাচে ফিফটি হাঁকানো সলোমন মিরকে দিয়ে এক দিনের ক্রিকেটে উইকেট সূচনা করেন এই টাইগার অফ স্পিনার। ওই ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলটি খুব কষ্ট করেই পার করলেন পানিআঙ্গারা। ষষ্ঠ বলে পরিষ্কার বোল্ড করে উইকেট সংখ্যা বাড়ালেন তাইজুল।
এরপর ইনিংসের ২৯তম ওভারে বল হাতে নিজের সপ্তম ওভার করতে আসেন তিনি। প্রথম বলেই নিয়াম্বুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। নিজের উইকেট সংখ্যা বাড়িয়ে ৩ করে নেন এবং আরাধ্যের হাটট্রিকের সুযোগ তার সামনে। দ্বিতীয় বলে নতুন ব্যাটসমান টেন্ডাই চাতারাকে আরেকটি স্বপ্নিল ডেলিভারিতে বোল্ড করে অভিষেকেই হ্যাটট্রিক তুলে নেন তাইজুল ইসলাম।
পরের ওভারেই উইকেট নিয়ে ইনিংসের সমাপ্তি করেন সাকিব। অভিষেকেই তাইজুল ইসলামের বোলিং ফিগার ৭ ওভার ২ মেডেন ১১ রান ৪ উইকেট। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম ওভারটি দাঁড়ায়- w-০-০-০-০-w ও w-w-০-০-০-০।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment