হরতাল বন্ধে সংসদে আইন পাসের দাবি জানিয়েছে খেলাফত আন্দোলন। দলের প্রধান আমির শায়েখ আলহাজ্ব আব্দুল মালেক চৌধুরী ও মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফী এক বিবৃবিতে এ দাবি জানিয়েছেন।
সোমবার গণমাধ্যমে পাঠানে এ বিবৃতিতে তারা বলেন, দেশ ও জনগনের উন্নয়নে প্রতিটি নাগরিকের জন্য জান-মাল, ইজ্জত হেফাজতের লক্ষ্যেই আমাদের রাজনীতি। কেননা জ্বালাও-পোড়াও ইসলাম সমর্থন করে না। হরতালের মতো ধ্বংসাত্মক আর সহিংসের পথে যারা অশান্তির দাবানল ছড়ায় তারা কখনোই দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।
খেলাফত আন্দোলনের প্রধান আমির দেশের উন্নয়নে হরতালের কর্মসূচী প্রত্যাহার করে শান্তিপূর্ন পন্থায় রাজনীতির বিকল্প কর্মসূচীর পথে ফিরে আসার আহ্বান জানান এবং অবিলম্বে সংসদে হরতাল বন্ধে আইন পাসের দাবি জানান।
No comments:
Post a Comment