ডেল স্টেইন আর ভারনন ফিলান্ডারকে সামলাতে পেরেছেন, তাতে কী মরনে মর্কেল আর ইমরান তাহিররা আছেন না। এ’দুজনকে হয়তো সামলানোর জন্য আলাদা পরিকল্পনা করে মাঠে নামেননি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। সে কারণেই জোড়া সেঞ্চুরির পর হঠাৎ করেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়লো ব্যাটসম্যানদের প্রতিরোধ।
শুরুটা আগেরদিনই করেছিলেন মর্কেল। জোড়া উইকেট নিয়ে শুরুতেই আঘাত হেনেছিলেন ক্যারিবীয় ইনিংসে। কিন্তু হাল ধরতে দেরি হয়নি ক্রেইগ ব্রেথওয়েট আর মারলন স্যামুয়েলসের। দু’জনের অপরাজিত ৯২ রানের জুটি তৃতীয় দিন পার করে দেয়।
চতুর্থদিন সকালে এসে তিন অংকের ঘর স্পর্শ করেন দু’জনই। ১৬০ বলে ১০১ রান করে ফিলান্ডারের এলবিডব্লিউ ফাঁদে পড়েন স্যামুয়েলস। এরপর ১৮৬ বলে ১০৬ রান করা ব্রেথওয়েটের উইকেট তুলে নিতে দেরি করেননি মর্কেলও।
২ উইকেটে ৫৩ রান থেকে ২৩১ রান পর্যন্ত টেনে নিয়ে যায় স্যামুয়েলস-ব্রেথওয়েট। ১৭৬ রানের জুটি ভাঙ্গার পরই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ক্যারিবীয়রা। মর্কেল চারটি এবং ইমরান তাহির নেন ৩টি উইকেট।
তবে ম্যাচটির ভবিষ্যৎ কি হবে এখনও বলা মুশকিল। কারণ, এ রিপোর্ট লেখার সময় বৃষ্টি নামে পোর্ট এলিজাবেথে। ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ওই সময় ক্যারিবীয়দের ইনিংস ছিল ৯ উইকেটে ২৭৫ রান। প্রোটিয়াদের চেয়ে তখনও ১৪২ রান পিছিয়ে তারা। হাতে আছে আর একদিন সময়।
No comments:
Post a Comment