‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে শাকিবের সঙ্গে চম্পা ও পরীমনি !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, January 30, 2015

‘আরও ভালোবাসবো তোমায়’ ছবিতে শাকিবের সঙ্গে চম্পা ও পরীমনি !!!!!

Responsive Ads Here

Chompa_shakib_pori_1
পরিচালক এস এ হক অলিক কিছুদিন আগেই তার নতুন ছবি ‘আরও ভালোবাসব তোমায়’ এর নাম ঘোষণা করেন। এ ছবিতে নায়ক হিসেবে নির্বাচন করেন শাকিব খানকে। এবং তার বিপরীতে অভিনয় করার কথা শোনা যায় মৌমিতা মৌকে। তবে চুড়ান্ত নামে জানা গেলো পরীমনি ও চম্পার নাম।

চম্পা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘মজার একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এখানে আমাকে একজন অবিবাহিত এক নারীর চরিত্রে দেখা যাবে। যার লক্ষ্য সব সময় নিজেকে চিরতরুণী হিসেবে জাহির করা।’

এদিকে শাকিব খান জানান, এ ছবিতে তাকে একজন চলচ্চিত্রের তারকারুপেই দেখা যাবে। আর চম্পাকে নায়িকার অবিবাহিত ফুফুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।

আর পরীমনি তার একজন অন্ধ ভক্তের চরিত্রে অভিনয় করবেন। যে কিনা গ্রামের সাধারণ একটি মেয়ে। এ ছবিতে গান করবেন ইমন সাহা, হাবিব, এস আই টুটুল।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad