বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ড. কামাল গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। বেশকিছু দিন ধরে বিএনপি চেয়ারপারসন সেখানেই অবস্থান করছেন। এ সময় ড. কামালের সঙ্গে ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
এর কিছুক্ষণ পরই খালেদা জিয়ার কার্যালয়ে যান মাহমুদুর রহমান মান্না, সুলতান মুহাম্মদ মনসুর। তারা কোকোর স্মৃতির উদ্দেশ্যে কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষরও করেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তারা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
উপস্থিত সাংবাদিকদের ড. কামাল বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে এসেছিলাম। আমাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।’
এদিকে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আসেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment