শুটিং করা শেখাবেন সানি লিওন !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Friday, January 30, 2015

শুটিং করা শেখাবেন সানি লিওন !!!!!

Responsive Ads Here

sunny_leone_1
নতুন কাজে জড়ালেন সানি লিওন। অনলাইনে আয়োজিত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শোতে পরামর্শদাতার দায়িত্ব পালন করবেন তিনি। গায়ক, নৃত্যশিল্পী থেকে শুরু করে সব প্রতিযোগীদেরকে শুটিং সম্পর্কে জ্ঞান দেবেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী৷ পাশাপাশি অভিনয়ের নানারকম কৌশল সম্পর্কেও পথ দেখাবেন তিনি।

অনলাইনে সানি লিওনের জনপ্রিয়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও বেশি! গত বছর গুগলে মোদির চেয়েও তাকেই বেশি খুঁজেছে ইন্টারনেট ব্যবহারকারীরা। তাই পরামর্শক হিসেবেই তিনিই উপযুক্ত বলে মন্তব্য আয়োজকদের।

জানা গেছে, নতুন রিয়েলিটি শোর নিয়মানুযায়ী প্রতিযোগীরা তাদের ভিডিও পোস্ট করবেন অনলাইনে৷ সেখানেই তাদের প্রতিভার বিচার হবে৷ তার আগে শুটিংয়ে কখন কী করতে হয় সে সম্পর্কে প্রত্যেক আনকোরা প্রতিযোগীদেরকে আলাদাভাবে পরামর্শ দেবেন সানি৷

সানি মনে করেন, নিজের প্রতিভাকে তুলে ধরতে এখন আর কোনও প্রতিষ্ঠানের দরকার পড়ে না। অনলাইনে ভিডিও পোস্ট করলেই হয়ে যায়! তিনি বলেন, ‘অনলাইনের শক্তি সম্পর্কে জানতে জাস্টিন বিবারের উদাহরণ টানলেই যথেষ্ট। ইউটিউবে ভিডিও পোস্ট করেই বিখ্যাত হয়ে গেছে সে। এটা সবার জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। বিশ্বের সব প্রান্তেই এখন অনলাইনের জয়জয়কার।’

এদিকে সানি লিওন এখন ‘মাস্তিজাদে’, ‘টিনা অ্যান্ড লোলো’ এবং ‘লীলা’ ছবিগুলো নিয়ে ব্যস্ত।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad