২০২০ সালে দেশে জনসংখ্যা হবে প্রায় ১৭ কোটি। তখন জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে মহিলা সংসদ সদস্য আমিনা আহমেদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকায় তার পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০১১ সালের আদম শুমারি রিপোর্ট অনুযায়ী দেশের জনসংখ্যা ১৫ কোটি ৫১ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। ২০২০ সালে দেশের জনসংখ্যা হবে প্রায় ১৭ কোটি। তখন এর বৃদ্ধির হার হবে ১ দশমিক ২ শতাংশ।’
তিনি আরো বলেন, ‘বাড়তি জনসংখ্যার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার আওতা বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ
No comments:
Post a Comment