বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালত এ আদেশ দেন।
পল্টন থানায় দায়ের করা মামলায় আদালতে তাকে হাজির করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানা পুলিশ।
জানা যায়, গত ৪ জানুয়ারি বায়তুল মোকাররম মসজিদের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মির্জা ফখরুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মির্জা ফখরুল ইসলামকে আদালতে আনা-নেওয়ার সময় তার সমর্থক আইনজীবীরা মিছিল করেন। এ সময় সিএমএম কোর্ট চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment