বিক্ষোভ, প্রতিবাদ-এর বাধা টপকে ৩০০কোটির ক্লাবে নাম লেখাল রাজকুমার হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত ‘পিকে' ৷ বলিউডে তৈরি হল নতুন রেকর্ড ৷ আমির খানেরই ছবি ‘ধুম থ্রি'-র ব্যবসার অঙ্ককেও ছাপিয়ে এই মুহূর্তে ব্যবসার অঙ্কে এক নম্বরে স্হান করে নিল ‘পিকে' ৷
গত বছরে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ মাত্র ১৭ দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ৩০৫.২৭ কোটি টাকা ৷ এই প্রথম কোনও বলিউড সিনেমা ৩০০কোটিরঅঙ্কে পৌঁছল ৷
অথচ ‘পিকে'-র যাত্রাপথ মোটেই সুগম ছিল না ৷ আমির খানের ছবি বলে দর্শকমহলে বাড়তি আগ্রহ থাকলেও, এর. বিষয়বস্ত নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন ৷ ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে রে রে করে তেড়ে আসে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ৷ পিকে ছবিটি বয়কটের ডাক দেন যোগগুরু রামদেব ৷ ‘পিকে' প্রদর্শনের বিরোধিতায় দেশ জুড়ে চলে বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর, পোড়ানো হয় আমির খানের কুশপুতুল ৷
তা সত্ত্বেও অবশ্য পিকে দর্শকের মন জিতে নেয় ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবির সমর্থনে এগিয়ে এসে আশ্বাস দেন, রাজ্যের কোথাও ছবির সম্প্রচারে বাধা এলে তিনি তা দেখবেন ৷ ছবির বার্তার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবির বিনোদন কর মুকুব করে দেন ৷
১৭ দিনেই সাফল্যের এই খতিয়ান দেখে অনেকেরই আশা, ছবিটি হয়তো ৬০০ কোটির ক্লাবেও নাম লেখাবে ৷
ব্যবসার অঙ্কে এই মুহূর্তে পিকের পর রয়েছে ‘ধুম থ্রি', তৃতীয় স্থানে সালমান খান অভিনীত ‘কিক', চতুর্থ স্হানে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস' ও পঞ্চম স্থানে ‘হ্যাপি নিউ ইয়ার ৷'
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
বিক্ষোভ,
প্রতিবাদ-এর বাধা টপকে ৩০০কোটির ক্লাবে নাম লেখাল রাজকুমার হিরানি
পরিচালিত ও আমির খান অভিনীত ‘পিকে' ৷ বলিউডে তৈরি হল নতুন রেকর্ড ৷ আমির
খানেরই ছবি ‘ধুম থ্রি'-র ব্যবসার অঙ্ককেও ছাপিয়ে এই মুহূর্তে ব্যবসার অঙ্কে
এক নম্বরে স্হান করে নিল ‘পিকে' ৷
গত বছরে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ মাত্র ১৭ দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ৩০৫.২৭ কোটি টাকা ৷ এই প্রথম কোনও বলিউড সিনেমা ৩০০কোটিরঅঙ্কে পৌঁছল ৷
অথচ ‘পিকে'-র যাত্রাপথ মোটেই সুগম ছিল না ৷ আমির খানের ছবি বলে দর্শকমহলে বাড়তি আগ্রহ থাকলেও, এর. বিষয়বস্ত নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন ৷ ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে রে রে করে তেড়ে আসে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ৷ পিকে ছবিটি বয়কটের ডাক দেন যোগগুরু রামদেব ৷ ‘পিকে' প্রদর্শনের বিরোধিতায় দেশ জুড়ে চলে বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর, পোড়ানো হয় আমির খানের কুশপুতুল ৷
তা সত্ত্বেও অবশ্য পিকে দর্শকের মন জিতে নেয় ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবির সমর্থনে এগিয়ে এসে আশ্বাস দেন, রাজ্যের কোথাও ছবির সম্প্রচারে বাধা এলে তিনি তা দেখবেন ৷ ছবির বার্তার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবির বিনোদন কর মুকুব করে দেন ৷
১৭ দিনেই সাফল্যের এই খতিয়ান দেখে অনেকেরই আশা, ছবিটি হয়তো ৬০০ কোটির ক্লাবেও নাম লেখাবে ৷
ব্যবসার অঙ্কে এই মুহূর্তে পিকের পর রয়েছে ‘ধুম থ্রি', তৃতীয় স্থানে সালমান খান অভিনীত ‘কিক', চতুর্থ স্হানে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস' ও পঞ্চম স্থানে ‘হ্যাপি নিউ ইয়ার ৷'
- See more at: http://www.bd24live.com/bangla/article/19068/index.html#sthash.Z8uMIVVN.dpuf
গত বছরে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ মাত্র ১৭ দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ৩০৫.২৭ কোটি টাকা ৷ এই প্রথম কোনও বলিউড সিনেমা ৩০০কোটিরঅঙ্কে পৌঁছল ৷
অথচ ‘পিকে'-র যাত্রাপথ মোটেই সুগম ছিল না ৷ আমির খানের ছবি বলে দর্শকমহলে বাড়তি আগ্রহ থাকলেও, এর. বিষয়বস্ত নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন ৷ ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে রে রে করে তেড়ে আসে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ৷ পিকে ছবিটি বয়কটের ডাক দেন যোগগুরু রামদেব ৷ ‘পিকে' প্রদর্শনের বিরোধিতায় দেশ জুড়ে চলে বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর, পোড়ানো হয় আমির খানের কুশপুতুল ৷
তা সত্ত্বেও অবশ্য পিকে দর্শকের মন জিতে নেয় ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবির সমর্থনে এগিয়ে এসে আশ্বাস দেন, রাজ্যের কোথাও ছবির সম্প্রচারে বাধা এলে তিনি তা দেখবেন ৷ ছবির বার্তার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবির বিনোদন কর মুকুব করে দেন ৷
১৭ দিনেই সাফল্যের এই খতিয়ান দেখে অনেকেরই আশা, ছবিটি হয়তো ৬০০ কোটির ক্লাবেও নাম লেখাবে ৷
ব্যবসার অঙ্কে এই মুহূর্তে পিকের পর রয়েছে ‘ধুম থ্রি', তৃতীয় স্থানে সালমান খান অভিনীত ‘কিক', চতুর্থ স্হানে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস' ও পঞ্চম স্থানে ‘হ্যাপি নিউ ইয়ার ৷'
- See more at: http://www.bd24live.com/bangla/article/19068/index.html#sthash.Z8uMIVVN.dpuf
No comments:
Post a Comment