৩০০ কোটির ক্লাবে পিকে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 7, 2015

৩০০ কোটির ক্লাবে পিকে !!!!!

৩০০ কোটির ক্লাবে পিকে
বিক্ষোভ, প্রতিবাদ-এর বাধা টপকে ৩০০কোটির ক্লাবে নাম লেখাল রাজকুমার হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত ‘পিকে' ৷ বলিউডে তৈরি হল নতুন রেকর্ড ৷ আমির খানেরই ছবি ‘ধুম থ্রি'-র ব্যবসার অঙ্ককেও ছাপিয়ে এই মুহূর্তে ব্যবসার অঙ্কে এক নম্বরে স্হান করে নিল ‘পিকে' ৷

গত বছরে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ মাত্র ১৭ দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ৩০৫.২৭ কোটি টাকা ৷ এই প্রথম কোনও বলিউড সিনেমা ৩০০কোটিরঅঙ্কে পৌঁছল ৷

অথচ ‘পিকে'-র যাত্রাপথ মোটেই সুগম ছিল না ৷ আমির খানের ছবি বলে দর্শকমহলে বাড়তি আগ্রহ থাকলেও, এর. বিষয়বস্ত নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন ৷ ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে রে রে করে তেড়ে আসে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ৷ পিকে ছবিটি বয়কটের ডাক দেন যোগগুরু রামদেব ৷ ‘পিকে' প্রদর্শনের বিরোধিতায় দেশ জুড়ে চলে বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর, পোড়ানো হয় আমির খানের কুশপুতুল ৷

তা সত্ত্বেও অবশ্য পিকে দর্শকের মন জিতে নেয় ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবির সমর্থনে এগিয়ে এসে আশ্বাস দেন, রাজ্যের কোথাও ছবির সম্প্রচারে বাধা এলে তিনি তা দেখবেন ৷ ছবির বার্তার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবির বিনোদন কর মুকুব করে দেন ৷

১৭ দিনেই সাফল্যের এই খতিয়ান দেখে অনেকেরই আশা, ছবিটি হয়তো ৬০০ কোটির ক্লাবেও নাম লেখাবে ৷

ব্যবসার অঙ্কে এই মুহূর্তে পিকের পর রয়েছে ‘ধুম থ্রি', তৃতীয় স্থানে সালমান খান অভিনীত ‘কিক', চতুর্থ স্হানে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস' ও পঞ্চম স্থানে ‘হ্যাপি নিউ ইয়ার ৷'

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

বিক্ষোভ, প্রতিবাদ-এর বাধা টপকে ৩০০কোটির ক্লাবে নাম লেখাল রাজকুমার হিরানি পরিচালিত ও আমির খান অভিনীত ‘পিকে' ৷ বলিউডে তৈরি হল নতুন রেকর্ড ৷ আমির খানেরই ছবি ‘ধুম থ্রি'-র ব্যবসার অঙ্ককেও ছাপিয়ে এই মুহূর্তে ব্যবসার অঙ্কে এক নম্বরে স্হান করে নিল ‘পিকে' ৷
গত বছরে ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি ৷ মাত্র ১৭ দিনেই সিনেমাটি ব্যবসা করেছে ৩০৫.২৭ কোটি টাকা ৷ এই প্রথম কোনও বলিউড সিনেমা ৩০০কোটিরঅঙ্কে পৌঁছল ৷
অথচ ‘পিকে'-র যাত্রাপথ মোটেই সুগম ছিল না ৷ আমির খানের ছবি বলে দর্শকমহলে বাড়তি আগ্রহ থাকলেও, এর. বিষয়বস্ত নিয়ে আপত্তি তোলে একাধিক ধর্মীয় সংগঠন ৷ ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে বলে রে রে করে তেড়ে আসে বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ ৷ পিকে ছবিটি বয়কটের ডাক দেন যোগগুরু রামদেব ৷ ‘পিকে' প্রদর্শনের বিরোধিতায় দেশ জুড়ে চলে বিক্ষোভ, সিনেমা হলে ভাঙচুর, পোড়ানো হয় আমির খানের কুশপুতুল ৷
তা সত্ত্বেও অবশ্য পিকে দর্শকের মন জিতে নেয় ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছবির সমর্থনে এগিয়ে এসে আশ্বাস দেন, রাজ্যের কোথাও ছবির সম্প্রচারে বাধা এলে তিনি তা দেখবেন ৷ ছবির বার্তার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবির বিনোদন কর মুকুব করে দেন ৷
১৭ দিনেই সাফল্যের এই খতিয়ান দেখে অনেকেরই আশা, ছবিটি হয়তো ৬০০ কোটির ক্লাবেও নাম লেখাবে ৷
ব্যবসার অঙ্কে এই মুহূর্তে পিকের পর রয়েছে ‘ধুম থ্রি', তৃতীয় স্থানে সালমান খান অভিনীত ‘কিক', চতুর্থ স্হানে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস' ও পঞ্চম স্থানে ‘হ্যাপি নিউ ইয়ার ৷'
- See more at: http://www.bd24live.com/bangla/article/19068/index.html#sthash.Z8uMIVVN.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here