কলকাতার নায়ক ইন্দ্রনীলের সঙ্গে ‘রংবেরং’ ছবিতে দেখা যাবে নায়িকা ববিকে। ছবিটি পরিচালনাও করবেন কলকাতার পরিচালক বিক্রম চোপড়া। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ববি। ১ মার্চ থেকে শুটিং শুরু হবে।
প্রথমবারের মতো দেশের বাইরের কোনো অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন নায়িকা ববি।
ববি বলেন, ‘বড় বাজেটের এই ছবিতে সুযোগ পেয়ে ভালো লাগছে। আমার বিপরীতে ইন্দ্রনীলের মতো অভিনেতা আছেন। সেটাও বড় পাওয়া। ছবির ৯০ শতাংশ শুটিং হবে ইতালিতে। গল্পটাও সেভাবেই লেখা হয়েছে।’
তিনি বলেন, ‘রোমান্টিকতার পাশাপাশি ছবিতে নজরকাড়া অ্যাকশনও থাকছে। আশা করছি, আবারো দর্শকরা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ছবি দেখতে পাবেন।’
ববি এখন ‘ব্ল্যাকমেইল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। শিগগিরই তার অভিনীত ইফতেখার চৌধুরীর ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি মুক্তি পাবে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment