সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে বেলাল আহমেদের শেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 5, 2015

সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে বেলাল আহমেদের শেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’ !!!!!


সম্প্রতি সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ভালোবাসবোই তো’। শিগগীরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গুণী নির্মাতা বেলাল আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র এটি।

গত বছরের ১৮ আগস্ট ছবিটির ৫০ভাগ দৃশ্যধারণের কাজ শেষ করে চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করেন বেলাল আহমেদ। অসামপ্ত এই কাজটি শেষ করার দায়িত্ব নেন নায়িকা মৌসুমী।

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, নিলয়, রাশেদ শাওনসহ অনেকে। মৌসুমী বলেন, ‘বেলাল ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকেই তার অসমাপ্ত চলচ্চিত্রটির কাজ করেছি। ইমপ্রেসকে ধন্যবাদ, আমাকে এই সুযোগটি করে দেয়ার জন্য।’

এদিকে ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, সামনের কোনো একটি উৎসবমুখর দিনে ছবিটি মুক্তি দেওয়া হবে। তবে মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

বেলাল আহমেদ পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- নাগরদোলা (ফারুক, সুচরিতা), নয়নের আলো (জাফর ইকবাল, কাজরী, সুবর্ণা মুস্তাফা), ঘর আমার ঘর (শবনম), আমানত বন্ধন (আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, দিতি), গঙ্গা যমুনা (ওয়াসিম, রোজিনা), সাক্ষী প্রমাণ (মান্না), ক্রিমিনাল, নন্দিত নরকে (ফেরদৌস, সুমনা সোমা, মনির খান শিমুল, লিটু আনাম), অনিশ্চিত যাত্রা (আজাদ আবুল কালাম, দীপান্বিতা মার্টিন)

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here