পেট্রলবোমা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর ।। সারাদেশে ২৪ ঘণ্টায় নিহত ৮, দগ্ধ ১০ ও আহত ৩৮ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 8, 2015

পেট্রলবোমা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর ।। সারাদেশে ২৪ ঘণ্টায় নিহত ৮, দগ্ধ ১০ ও আহত ৩৮ !!!!!


২০ দলীয় জোটের ডাকা আরেক দফা ৭২ ঘণ্টার হরতালের আগের দিন সারা দেশের বিভিন্ন এলাকায় পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ জন, দগ্ধ হয়েছে ১০ জন ও আহত হয়েছে ৩৮ জন। প্রতিমুহূর্তে বাড়ছে হতাহতের সংখ্যা।

ঢাকা : রাজধানীর শাহবাগ থানাধীন বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণের পর পুলিশের গুলিতে আব্দুর রহমান (৩৩) নামে এক সিঙ্গাপুর প্রবাসীসহ দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশেরও দুইসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বাসা লক্ষ্য করে পৌনে চার রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সোয়া ৯ টার দিকে তার এলিফ্যান্ট রোডস্থ কাঁটাবন ঢাল এর পাশের ২৭৯/১ এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর রায়েরবাগে সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া ঢাকা-মতলবগামী যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর শ্যামলীতে অবরোধকারীদের ককটেল হমলায় পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে শ্যামলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা : শাহবাগে গণজাগরণ মঞ্চের পাশে ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ৮ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর বকশিবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে রাজীব (১১) নামে এক কিশোর আহত হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে বকশিবাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আব্দুল জলিল (৩৫) নাম এক পথচারী আহত হয়েছেন।

শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুর ও পুরানঢাকায় ককটেল বিস্ফোরণ।

ঢাকা : রাজধানীর মিরপুর ১০ নম্বরে ৫ টি, পুরানঢাকা বাহাদুরশাহ পার্ক ও  ধোলাখালে ৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯ টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত কসমেটিকসের কারখানার সামনে স্কাই লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে।

বগুড়া : বগুড়ার শাহজাহানপুরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় চালকসহ ৪ জন দগ্ধ হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর থানার পাশে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বুত্তরা।

শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি বাস ভাঙচুর ও অপর একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয়া হয়।

শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

গাইবান্ধা ও বরিশাল : গাইবান্ধার তুলসীঘাট এলাকায় নাপু এন্টারপ্রাইজের একটি বাসে ও বরিশালের গৌরনদীতে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় এক শিশুসহ ৮ জন নিহত ও কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধায় ও শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গৌরনদীতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চালবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার অগ্নিদগ্ধ হন।

শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নওগাঁ : নারায়ণগঞ্জে নওগাঁ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি চাল বোঝাই ট্রাকে পেট্রলবোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক বাদশা অগ্নিদগ্ধ হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাঞ্চন ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

নোয়াখালী : নোয়খালীর সেনবাগে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে মুন্সির বাজারে মিছিল করার সময় ৮টি যানবাহন ভাঙচুর করেছে নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ভাটেরা এলাকায় গ্যারেজে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এতে বাসের ৩ যাত্রী দগ্ধ হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here