দেশের বাজারে এসেছে ট্রানসেন্ড ব্র্যান্ডের ড্রাইভ প্রো ১০০ মডেলের নতুন কার ভিডিও রেকর্ডার। ডিভাইসটি দিনে বা রাতে রাস্তায় ব্যবহারকারীর সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী হয়ে দাড়াবে।
ব্যাটারি শেষ হয়ে গেলেও এই কার ভিডিও রেকর্ডারটি বিল্ট-ইন ব্যাটারির মাধ্যমে ভিডিও রেকর্ড করতে সক্ষম। কম আলোয় ব্যবহারের জন্য ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ১.৮ অ্যাপারেচার প্রযুক্তি, যা দিনে ও রাতে সমানভাবে ছবি ধারণে কার্যকর। এর উচ্চমানের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স স্বচ্ছ এইচডি ফুটেজ এবং স্ন্যাপশট ধারণ করতে পারে।
প্লে-ব্যাকের জন্য এতে রয়েছে একটি উজ্জ্বল ২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। ড্রাইভ প্রো পিসি টুল ব্যবহারকারীরা সহজেই কার ভিডিও রেকর্ডারে ধারণ করা ছবি তাদের কম্পিউটারে দেখতে পারবেন। এছাড়াও রয়েছে জরুরি রেকর্ডিং ট্রিগার, এইচডি ১০৮০ রেকর্ডিং, ১৩০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১৬ গিগাবাইট মেমোরি কার্ড, যার মাধ্যমে দীর্ঘ সময় ধরে ভিডিও ফুটেজ ধারণ ও সংরক্ষণ করা যাবে।
ট্রানসেন্ড ব্র্যান্ডের ড্রাইভ প্রো ১০০ মডেলের কার ভিডিও রেকর্ডারটি বাজারে এনেছে প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান ইউসিসি। যোগাযোগ: ০১৮৩৩৩৩১৬০১-১৭।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment