পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শুক্রবার জুমার নামাজের পরপরই এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্বাস্থ্যকেন্দ্রের বরাত দিয়ে এ খবর প্রচার করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেকেরই অবস্থা সঙ্কটাপন্ন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সশস্ত্র যোদ্ধারাই এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালায় তেহরিক-ই-তালেবান। ওই হামলায় ১৫০ জন নিহত হন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment