ফেসবুকের দক্ষিণ এশিয়ার পরিচালক আঁখি দাস জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তিনি স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এ সময় আঁখি দাসকে জানান, দেশের ৩৫০ সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে জনগণের কাছাকাছি থেকে নিজ নিজ সংসদীয় এলাকায় সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন।
আঁখি দাস সাক্ষাৎপর্বে বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ’র চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় আঁখি দাস স্পিকারকে অভিনন্দন জানান।’
জুনাইদ আহমেদ পলক এ সময় ফেসবুকের দক্ষিণ এশিয়ার পরিচালককে বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম ফেসবুকে খুবই সক্রিয়।’ বাংলাদেশে প্রতি দুই মিনিটে একজন করে ফেসবুক ব্যবহারকারী যুক্ত হচ্ছে বলে জানান পলক।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment