নিজস্ব প্রতিবেদক,বগুড়া: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে নিরীহ শ্রমিকদের হত্যা করা হচ্ছে। আর তিনি ঘরে বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এতেই প্রমাণিত হয়, মানব থেকে এখন দানবে পরিণত হয়েছে ২০ দলীয় জোট।’
শুক্রবার বিকেলে বগুড়ার চারামাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘নাশকতাকারীদের সঙ্গে কোনো আপোস নেই। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক আন্দোলনে কখনও বাধা দেননি। ২০ দলীয় জোট আন্দোলনের নামে দেশের সাধারণ শ্রমিকদের পুড়িয়ে হত্যা করে চলেছে।’
যেভাবেই হোক এসব নাশকতাকরীদের নির্মূল করা হবে এবং খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ার করেন শাহজাহান খান।
পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মালিক ও শ্রমিক সংগঠনের মহাসচিব এনায়েতুল্লাহ খান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, পরিবহন ও শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment