ময়মনসিংহে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৩ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 8, 2015

ময়মনসিংহে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা, দগ্ধ ৩ !!!!!


নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা ছুড়েছে অবরোধ-হরতাল সমর্থকরা। এতে দগ্ধ হয়েছেন অনন্ত তিনজন যাত্রী।

দগ্ধরা হলেন ওশাদ (৩৫), আলমগীর (৩০) ও শহীদুল (৩২)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুক্তাগাছাগামী ইসলাম পরিবহনের একটি বাস শহরের কাচিঝুলি এলাকায় এলে অবরোধ-হরতাল সমর্থকরা পেট্রোলবোমা ছোড়ে। এতে তিন যাত্রী গুরুতর দগ্ধ হন।

দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চাঁন মিয়া।

তিনি জানান, দগ্ধ তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

যোগাযোগ করা হলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, পেট্রোলবোমা নিক্ষেপকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here