নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : নাশকতাকারীদের বিরুদ্ধে যা যা করা দরকার, তা করার জন্য পুলিশের সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান।
তিনি পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, ‘যারা নাশকতা করবে, মানুষ হত্যা করবে, তাদের বিরুদ্ধে যা যা করার, সব করবেন। এদের গুলি করা শুধু নয়, বংশধর পর্যন্ত ধ্বংস করে দিতে হবে। এদের এই গাজীপুরের মাটিতে এবং বাংলাদেশের কোথাও যেন খুঁজে পাওয়া না যায়। যেখানেই যাকে হাতে-নাতে ধরতে পারবেন, যা করা দরকার তা করবেন। দায়-দায়িত্ব আমার। আমি হুকুম দিলাম, আপনারা করবেন।’
শনিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘র্যাবের ডিজি, বিজিবির মহাপরিচালক, পুলিশের আইজির বক্তব্যের অপব্যাখ্যা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশের আইনে বলা আছে- একজন সাধারণ মানুষেরও যদি মৃত্যুর আশংকা থাকে, আপনাকে কেউ আঘাত করে এবং আপনার মৃত্যুর আশংকা থাকে, তবে আপনি তাকে মেরে ফেলতে পারবেন। পুলিশের অস্ত্র দেওয়া হয়েছে কি জন্য? দেশের মানুষের জানমাল নিরাপত্তা রক্ষার জন্য। মানুষের সম্পদ রক্ষা করার জন্য। এগুলো কেউ যদি ধ্বংস করে, আপনাকে (জনগণ) কেউ হত্যা করার চেষ্টা করে, আমরা কি বসে আঙ্গুল চুষব?’
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আফজাল হোসেন সরকার রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ প্রমুখ।
ডিআইজি বলেন, ‘মাত্র হাতেগোনা কয়েকজন মানুষ দেশে জ্বালাও-পোড়াও করছে। দেশটা ধ্বংস করার চেষ্টা করছে।’
তিনি আরো বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, আজকে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। পুলিশের সব সদস্য মানুষের পাশে আছে। এ দেশের মাটি-মানুষকে নিরাপদ রাখতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ দেশের স্বাধীনতা অর্জন করেছি। তা কয়েকজন লোকের স্বার্থের কারণে, কয়েক বিদেশি প্রভুর স্বার্থের কারণে ধ্বংস করে দিতে পারি না।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment