দেশের বাজারে ওয়ালটনের স্বল্প মূল্যের নতুন চারটি স্মার্টফোন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 8, 2015

দেশের বাজারে ওয়ালটনের স্বল্প মূল্যের নতুন চারটি স্মার্টফোন !!!!!

নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন গ্রাহকের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ওয়ালটন বাজারে এনেছে স্বল্প মূল্যে আকর্ষণীয় ফিচারের নতুন চারটি মডেলের প্রিমো স্মার্টফোন। মডেলগুলো হচ্ছে প্রিমো ডি৫, প্রিমো এফ৫, প্রিমো জিএফ৩ এবং প্রিমো এনএফ প্লাস।

প্রিমো ডি৫: এই স্মার্টফোনটিতে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, মালি ৪০০ গ্রাফিক্স, অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই (উভয় সিমেই থ্রিজি সাপোর্ট), ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট রম, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।


ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ সুবিধাসহ ২.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে এইচডি (৭২০পি) ভিডিও প্লেব্যাক, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, সেন্সর (অ্যাকসিলোরোমিটার, লাইট, প্রক্সিমিটি), হটস্পটসহ ওয়াই-ফাই, জিপিএস সুবিধা, ব্লুটুথ, ১৪০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি।

স্পেশাল ফিচার হিসেবে রয়েছে নোটিফিকেশন লাইট, ইন্টিগ্রেটেড মোবাইল সিকিউরিটি ও ওটিএ আপগ্রেড সুবিধা। দাম ৪ হাজার ৭৯০ টাকা।

প্রিমো এফ৫: এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৪.০ ইঞ্চি ডব্লিউভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মালি ৪০০ গ্রাফিক্স, অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই (উভয় সিমেই থ্রিজি সাপোর্ট), ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট রম, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।


ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ সুবিধাসহ ৫.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, সেন্সর (অ্যাকসিলোরোমিটার, লাইট, প্রক্সিমিটি), ওটিএ আপগ্রেড সুবিধা, হটস্পটসহ ওয়াই-ফাই, জিপিএস সুবিধা, ব্লুটুথ, ওটিজি সুবিধা, ১৮৫০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি।

স্পেশাল ফিচার হিসেবে রয়েছে এয়ার শাফল, স্মার্ট ইন্টিলিজেন্স, নোটিফিকেশন লাইট ও স্পেশাল সিকিউরিটি সুবিধা। দাম ৬ হাজার ৬৯০ টাকা।

প্রিমো জিএফ৩: এই স্মার্টফোনটিতে রয়েছে আইপিএস প্রযুক্তির ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৪.৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মালি ৪০০ গ্রাফিক্স, অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই (উভয় সিমেই থ্রিজি সাপোর্ট), ১ গিগগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট রম, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।

ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ সুবিধাসহ সিএমওএস সেন্সরযুক্ত ৫.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, সেন্সর (অ্যাকসিলোরোমিটার, লাইট, প্রক্সিমিটি), ওটিএ আপগ্রেড সুবিধা, হটস্পটসহ ওয়াই-ফাই, জিপিএস সুবিধা, ব্লুটুথ, ১৮০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি।

স্পেশাল ফিচার হিসেবে রয়েছে সফটওয়্যার লক, ফ্লটিং মাল্টি টাস্ক উইন্ডো, টাইমার এসএমএস সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। দাম ৭ হাজার ৮৯০ টাকা।

প্রিমো এনএফ প্লাস: এই স্মার্টফোনটিতে রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ৬.০ ইঞ্চি এফডব্লিউভিজিএ ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর, মালি ৪০০ গ্রাফিক্স, অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম, ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই, ১ গিগগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট রম, মেমোরি কার্ড সাপোর্ট ৩২ গিগাবাইট পর্যন্ত।

ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটো ফোকাস ও ফ্ল্যাশ সুবিধাসহ সিএমওএস সেন্সরযুক্ত ৫.০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, সেন্সর (অ্যাকসিলোরোমিটার, লাইট, প্রক্সিমিটি, হল সেন্সর), হটস্পটসহ ওয়াই-ফাই, জিপিএস সুবিধা, ব্লুটুথ, ওটিএ আপগ্রেড সুবিধা, ২৭০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি প্রভৃতি।

প্রিমো এফএফ প্লাস স্মার্টফোনটির দাম ৮,৭৯০ টাকা। আরও জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যে কোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here