ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর কাঁটাবন এলাকায় তার বাসা লক্ষ্য করে গুলি করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
অধ্যাপক এমাজউদ্দীনের মেয়ে ঢাকা বিশ্বদ্যিালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন গণমাধ্যমকে জানান, রাত ৯টার দিকে দুটি মোটরসাইকেলে চার যুবক কাঁটাবন ঢালের তাদের বাসার সামনে যায়। দুর্বৃত্তরা তাদের বাসা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। এতে এমাজউদ্দীনের শোবার ঘরের জানালার কাঁচ ফেটে যায়। এসময় এমাজউদ্দীন আহমদ বাসাতেই অবস্থান করছিলেন বলে জানান তিনি।
নিউমার্কেট থানার ওসি (তদন্ত) মাহাবুব সাংবাদিকদের জানান, এমন কোন ঘটনা তাদের জানা নেই।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment