কলকাতার মেয়েকে বিয়ে করছেন আরেফিন শুভ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 4, 2015

কলকাতার মেয়েকে বিয়ে করছেন আরেফিন শুভ !!!!!


নায়ক কিংবা নায়িকা- তাদের বিয়ে মানেই লুকোচুরি। বিয়ে করেও অস্বীকার করাটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কিছু তারকা সবসময়ই সঠিক পথে হাঁটেন। লুকোচুরি পছন্দ করেন না। আরেফিন শুভর নামও সেই তালিকায় আছে। তাই তো নিজের বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নেই তার মধ্যে। বিয়ে করছেন তিনি। আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।


শুভ জানান, অর্পিতা কলকাতার মেয়ে। তিনি ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন। ৬ ফেব্রুয়ারি কলকাতায় অর্পিতার পরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গতকাল (৩ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতা গিয়েছেন শুভ। তার সঙ্গে আরও যাচ্ছেন বড় ভাই মাহমুদুল আরিফিনসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন।

অর্পিতার সঙ্গে শুভর পরিচয় হয়েছে বছরখানেক হলো। শুভর মতে, 'শুরুতে ছিল শুধুই বন্ধুত্ব। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের রঙ বদলে যায়। এবার পারিবারিকভাবে আমাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

হঠাৎ বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, 'জন্ম, মৃত্যু, বিয়ে তো হঠাৎ করেই হয়। আমার বিয়েও তাই। আমার সবার কাছে দোয়াপ্রার্থী।'

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here