বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
২০ দলীয় জোটের হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে বিএনপির এসব নেতাকর্মীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে বলে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment