মাইসেল এ সপ্তাহে বাজারে এনেছে ইউনকি স্টাইলিশ ডিজাইনের স্পাইডার এ ফোর মডেলের নতুন র্স্মাটফোন। এটি ৫ ইঞ্চি কিউএইচডি আইপিএস স্ক্রিনের সব থেকে ছোট স্মার্টফোন। আইপিএস স্ক্রিন এর ফলে নিখুঁত ও স্পষ্ট ছবি দেখা যাবে। এছাড়াও এ স্মার্টফোনটি চলবে হাতের ইশারায়।এজন্য হাতে বা আঙুলে কোন আলাদা ডিভাইসের প্রয়োজন হবে না। শুধু হাতের ইশারা দিয়েই এটি অপারেট করা যাবে।
নতুন এই ফোনে আরো রয়েছে এনড্রয়েড ভার্সন ওএস ৪.৪ (কিটক্যাট)। ১.৩ GHz কোয়াড-কোর প্রসেসর, ৮ জিবি রম, ১ জিবি র্যাম, থ্রীজি (3G) নেটওয়ার্ক স্পিড। আছে ডাবল সিম ব্যবহারের সুবিধা (একটি মাইক্রো সিম অন্যটি সাধারণ সিম), রয়েছে সামনে ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছনে ১৩ মেগাপিক্সেল সাথে অটো ফ্ল্যাশ- ফলে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ, HD ভিডিও প্লেব্যাক, সঙ্গে আছে আই কন্টাকের মতো মজার সুবিধা, জিপিএস, কুইক এবং Gesture, ডাবল ক্লিক ওয়েকআপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জি সেন্সর, মনিটর সেন্সর, হার্টবিট বিট রেট সেন্সর, মাল্টি মাল্টিইউজার মুড, দিক নির্দেশক কম্পাস এবং এফএম রেডিও রেকর্ড করার সুবিধা, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট, ৩ ফিংগার স্ক্রিন শট নেয়ার সুবিধাসহ নানান অত্যাধুনিক সুবিধা। উচ্চ ক্ষমতা সম্পন্ন লি-আয়োন ২ হাজার এমএএইচ ব্যাটারি যা দেবে দীর্ঘ চার্জের নিশ্চয়তা। অত্যাধুনিক ও আর্কষনীয় কনফিগারেশনের সেটটির মূল্য মাত্র ৯ হাজার ৯৯০ টাকা সাঙ্গে একটি গিফট বক্স (Flip Cover, Back Cover, Stand, Attractive Head Phone, High Quality Tempered Glass Screen Protector)। স্পাইডার এ ৪ (SPIDER A4) মডেলের স্মার্টফোন পাওয়া যাবে নিকটস্থ যে কোন মোবাইলের আউটলেটে। ফেসবুক পেজ : www.facebook.com/MycellMobile, Web : www.mycell-bd.com
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment