রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে টহল পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে হরতাল-অবরোধ সমর্থকরা।
বুধবার রাত ১০টা ৫৫মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর গাড়ি থেকে বেশ কয়েকজন পুলিশ সদস্য নেমে ককটেল বিস্ফোরণকারীদের ধরার চেষ্টা করলেও ততক্ষণে তারা পালিয়ে যায়।
এ সময় ককটেলের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় বলেও জানায় স্থানীয়রা।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment