রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (২৩) নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৩টার দিকে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে এক যুবক। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে এগিয়ে গেলে তাদের ওপর গুলি ছোড়ে আরো কয়েকজন যুবক। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে কয়েকজন পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হন। ওই দুজনেরও পরিচয় জানা যায়নি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment