নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: মাঘের শীত কাঁপছে রাজশাহী অঞ্চল। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈতপ্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ি, রোববা রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের কারণে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। পাশাপাশি বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
পৌষ ও মাঘের প্রথমের দিকে কয়েক দফা শীতের হানার পরে গত সপ্তায় আবহাওয়ায় ছিল গরমের আবেশ। তবে সে আবেশ ছাড়িয়ে আবার জেঁকে বসেছে শীত। এতে সাধারণ মানুষের জীবনের স্বাভাবিক গতিতে ভাটা পড়েছে। খেটে খাওয়া মানুষ ঘরের বাইরে যেতে পারছেন না। একদিকে হরতাল ও অবরোধ অপরদিকে শীতে নাকাল অবস্থা মানুষের।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ার বেগম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ। রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ আবহাওয়া আরো এক থেকে দুই দিন বিরাজমান থাকবে বলেও তিনি জানান।
এদিকে শীতের কারণে রাজশাহীতে খেটে খাওয়া মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। একদিকে চলছে টানা অবরোধ ও হরতাল অপরদিকে শীতের প্রকোপ। দুই মিলে কাজে নামতে পারছেন না খেটে খাওয়া সাধারণ মানুষ।
নগরীর বহরমপুর এলাকার রিকশাচালক আব্দুল জব্বার সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, হরতাল ও অবরোধের কারণে এমনিতেই তার আয় কমে এসেছে। তার ওপরে শীতের কারণে ঠিকভাবে কাজ করতে পারছেন না। স্বাভাবিক দিনে যেখানে তার আয় হয় ২৫০ থেকে ৩০০ টাকা সেখানে বর্তমান সময়ে আয় নেমে এসেছে ১৫০ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে।
অপরদিকে, শীতের কারণে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রামেক হাসপাতালের তথ্য অনুযায়ি, শীতে শিশু ও বৃদ্ধরা বেশি হাসপাতালে ভর্তি হচ্ছেন। শনিবার রামেক হাসপাতালে শীতজনিত অসুখে ৪৭ জন ভর্তি হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment