গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বিকালে ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন।
এর আগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার বেলা পৌনে তিনটার দিকে রিজভী আহমেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলর তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন।
এসআই মোশাররফ জানান, এ মামলায় রিজভীকে হুকুমের আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভী আহমেদকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। পরে শনিবার বিকাল ৪টার দিকে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে বিকালেই তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় রুহুল কবির রিজভী আহমেদকে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment