সৌদি গমনেচ্ছুদের নাম নিবন্ধন শুরু হচ্ছে সোমবার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 8, 2015

সৌদি গমনেচ্ছুদের নাম নিবন্ধন শুরু হচ্ছে সোমবার !!!!!


যেসব বাংলাদেশি নারী ও পুরুষ কাজের জন্য সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের নাম নিবন্ধন-প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু হবে।

সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জনসাধারণের নিবন্ধনে সুবিধার কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড মেলার আয়োজন করেছে। এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, শুরু হতে যাওয়া মেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে ২০০ টাকার মাধ্যমে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি আরব যেতে ইচ্ছুক ব্যক্তিদের নাম নিবন্ধন করা যাবে। এ ছাড়া রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবন এবং দেশের সব জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ওই একই সময়ে নিবন্ধন-প্রক্রিয়া চলবে।

বিএমইটি সূত্র জানায়, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি আরব যেতে ইচ্ছুক যেকোনো পুরুষ ও নারী ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় গিয়ে কিংবা ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা নিজ নিজ জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিজের নাম নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য পুরুষ শ্রমিকের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৪৫ বছর এবং গৃহকর্মী হিসেবে নারীদের বয়সসীমা ২৫-৪৫ বছর। নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিতে হবে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here