বাংলাদেশের নারীদের জন্য অ্যাপস “মায়া আপা” !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 5, 2015

বাংলাদেশের নারীদের জন্য অ্যাপস “মায়া আপা” !!!!!


বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে প্রথমবারের মতো চালু হল এক অভিনব মোবাইল অ্যাপ। বাংলা এবং ইংরেজিতে যাত্রা শুরু করেছে অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন মায়া আপা অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এই অ্যাপটি বিনামূল্যে নামাতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করার পাশাপাশি নারীদের বিভিন্ন সামাজিক এবং আইনি সমস্যা সমাধানের পরামর্শ দিয়েও দারুণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশের অসাধারণ উদ্যমী একদল নারী উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, ডাক্তার এবং আইনজীবী মিলে দেশের সব বয়সী নারীর জন্য তৈরি করেছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন। ‘মায়া আপা’ নারীদের (অথবা যে কারও) বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইবার এমন একটি ব্যবস্থা, যেখানে যে কেউ নিজের নাম-পরিচয় গোপন রেখেই তার প্রশ্নটি করতে পারবেন।

এটি দুই নারী কম্পিউটার প্রকৌশলীর নেতৃত্বে তৈরি প্রথম অ্যাপ, যা নারীদের সব ধরনের পরামর্শ পাবার একটা নির্ভরযোগ্য মাধ্যম। আসিয়া খালেদা নীলা এবং সুব্রামি মৌটুসী মৌ, এই দুই তরুণী সফটওয়্যার প্রকৌশলীর যৌথ প্রয়াসে এই অ্যাপটি তৈরি হয়েছে। নীলা ও মৌটুসীর মতে তাদের তৈরি করা এই অ্যাপ্লিকেশনটি হাজারো মোবাইল অ্যাপের চেয়ে আলাদা। প্রযুক্তির হাত দিয়ে নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম হবে এটি।

২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা প্রয়োজনীয় জবাব দেবেন। ডাক্তার, আইনজীবী ও মনোসামাজিক পরামর্শকদের সমন্বয়ে গড়া একটি দল এই মোবাইল অ্যাপটির মাধ্যমে প্রতিদিন নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তারা বাংলা ভাষার প্রশ্নের উত্তর বাংলায় এবং ইংরেজি ভাষার প্রশ্নের উত্তর ইংরেজিতেই দেন। আমাদের দেশে নামপরিচয় গোপন রেখে পরামর্শ পাওয়ার প্রথম ওয়েবসাইট মায়া ডট কম ডট বিডি-র (www.maya.com.bd) সবচেয়ে সফল ওয়েব অ্যাপ্লিকেশন ‘মায়া আপা কী বলে’র উপর ভিত্তি করে এই মোবাইল অ্যাপটি তৈরি। এখানে প্রশ্ন করতে শুধু একটি ইমেইল ঠিকানাই যথেষ্ট। ব্যবহারকারীরা খুব সহজেই তাদের গোপনীয়তা বজায় রাখতে পারবেন।

যে কোন ধরনের অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনে ব্যবহার করা যায় বলে এই মোবাইল অ্যাপটি নিয়ে মায়া-ব্র্যাক দল বাংলাদেশের শহুরে এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের কাছে তথ্য ও পরামর্শ পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে  তথ্য ও সেবার জগতে সারাদেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তাই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তে জাতীয় ঐকমত্য তৈরিতেও সাহায্য করবে।’

মায়ার প্রতিষ্ঠাতা আইভি এইচ রাসেল বলেন, ‘আমরা চাই মায়া আপা অ্যাপটি প্রতিনিয়তই উদ্ভাবনের উৎকর্ষে আমাদের অনুপ্রাণিত করুক। আমাদের লক্ষ্য, যে তথ্য নারীরা খুঁজছেন, প্রযুক্তির মাধ্যমে সেই তথ্য তাদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। এ বছরে আমাদের পথ পরিক্রমায় এরকম আরও অনেক চমকই থাকছে।’

ব্র্যাকের অংশীদারত্ব এবং সহযোগিতায় মায়া ডট কম ডট বিডি (www.maya.com.bd) নারীদের পরামর্শসহায়তা দিতে নিয়ে এল এই অ্যাপটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে প্রথমবারের মতো চালু হল এক অভিনব মোবাইল অ্যাপ। বাংলা এবং ইংরেজিতে যাত্রা শুরু করেছে অ্যান্ড্রয়েডভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন মায়া আপা অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে যে কেউ এই অ্যাপটি বিনামূল্যে নামাতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করার পাশাপাশি নারীদের বিভিন্ন সামাজিক এবং আইনি সমস্যা সমাধানের পরামর্শ দিয়েও দারুণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশের অসাধারণ উদ্যমী একদল নারী উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, ডাক্তার এবং আইনজীবী মিলে দেশের সব বয়সী নারীর জন্য তৈরি করেছেন এই মোবাইল অ্যাপ্লিকেশন। ‘মায়া আপা’ নারীদের (অথবা যে কারও) বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইবার এমন একটি ব্যবস্থা, যেখানে যে কেউ নিজের নাম-পরিচয় গোপন রেখেই তার প্রশ্নটি করতে পারবেন।
এটি দুই নারী কম্পিউটার প্রকৌশলীর নেতৃত্বে তৈরি প্রথম অ্যাপ, যা নারীদের সব ধরনের পরামর্শ পাবার একটা নির্ভরযোগ্য মাধ্যম। আসিয়া খালেদা নীলা এবং সুব্রামি মৌটুসী মৌ, এই দুই তরুণী সফটওয়্যার প্রকৌশলীর যৌথ প্রয়াসে এই অ্যাপটি তৈরি হয়েছে। নীলা ও মৌটুসীর মতে তাদের তৈরি করা এই অ্যাপ্লিকেশনটি হাজারো মোবাইল অ্যাপের চেয়ে আলাদা। প্রযুক্তির হাত দিয়ে নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম হবে এটি।
২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা প্রয়োজনীয় জবাব দেবেন। ডাক্তার, আইনজীবী ও মনোসামাজিক পরামর্শকদের সমন্বয়ে গড়া একটি দল এই মোবাইল অ্যাপটির মাধ্যমে প্রতিদিন নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তারা বাংলা ভাষার প্রশ্নের উত্তর বাংলায় এবং ইংরেজি ভাষার প্রশ্নের উত্তর ইংরেজিতেই দেন। আমাদের দেশে নামপরিচয় গোপন রেখে পরামর্শ পাওয়ার প্রথম ওয়েবসাইট মায়া ডট কম ডট বিডি-র (www.maya.com.bd) সবচেয়ে সফল ওয়েব অ্যাপ্লিকেশন ‘মায়া আপা কী বলে’র উপর ভিত্তি করে এই মোবাইল অ্যাপটি তৈরি। এখানে প্রশ্ন করতে শুধু একটি ইমেইল ঠিকানাই যথেষ্ট। ব্যবহারকারীরা খুব সহজেই তাদের গোপনীয়তা বজায় রাখতে পারবেন।
যে কোন ধরনের অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনে ব্যবহার করা যায় বলে এই মোবাইল অ্যাপটি নিয়ে মায়া-ব্র্যাক দল বাংলাদেশের শহুরে এবং গ্রামীণ এলাকায় বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষের কাছে তথ্য ও পরামর্শ পৌঁছে দিতে পারবেন বলে আশা করছেন।
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে  তথ্য ও সেবার জগতে সারাদেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তাই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তে জাতীয় ঐকমত্য তৈরিতেও সাহায্য করবে।’
মায়ার প্রতিষ্ঠাতা আইভি এইচ রাসেল বলেন, ‘আমরা চাই মায়া আপা অ্যাপটি প্রতিনিয়তই উদ্ভাবনের উৎকর্ষে আমাদের অনুপ্রাণিত করুক। আমাদের লক্ষ্য, যে তথ্য নারীরা খুঁজছেন, প্রযুক্তির মাধ্যমে সেই তথ্য তাদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া। এ বছরে আমাদের পথ পরিক্রমায় এরকম আরও অনেক চমকই থাকছে।’
ব্র্যাকের অংশীদারত্ব এবং সহযোগিতায় মায়া ডট কম ডট বিডি (www.maya.com.bd) নারীদের পরামর্শসহায়তা দিতে নিয়ে এল এই অ্যাপটি।
- See more at: http://gbangla24.com/full_news.php?NID=11985#sthash.fjomb4xD.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here