গাইবান্ধায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রোলবোমায় দেয়া আগুনে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে বাসের আরো ৪০ যাত্রী।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় দুর্বৃত্তদের ছুঁড়া পেট্রোলবোমায় এ ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিষয়টি সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে নিশ্চিত করেছেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় পৌঁছলে রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন দগ্ধ হয়ে মারা যায়। দগ্ধ হয় বাসে থাকা আরো ৪০ জন যাত্রী।
ঘটনার পর স্থানীয়রা আহত ও দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment