ফুটবল বিশ্বকাপে হন্ডুরাস দলকে বাংলাদেশি তরুণদের দেয়া সমর্থনের প্রতিদান দেয়ার ঘোষণা দিয়েছে হন্ডুরাসবাসী। বিশ্বকাপ ক্রিকেটে ২০১৫-তে বাংলাদেশ দলকে সমর্থন দিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলেছে।
আর ইভেন্টের শিরোনামে বাংলায় লিখেছে- ‘লড়াই কর এবার লড়তে হবে, টাইগারদের এবার বিশ্বকাপ জিততে হবে!!’
ইভেন্টটিতে বাংলাদেশ দলকে পুরো ক্রিকেট বিশ্বকাপ জুড়ে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছেন হন্ডুরাসবাসী। অসংখ্য বাংলাদেশি এই ইভেন্টে হন্ডুরাসকে ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে ফুটবল বিশ্বকাপে হন্ডুরাসকে সমর্থন জানিয়েছিল বাংলাদেশের মানুষ। বাংলাদেশের কিছু তরুণের খোলা ফ্যান পেজে অসংখ্য বাংলাদেশি হন্ডুরাসের প্রতি সাপোর্ট জানান। হন্ডুরাসের বিভিন্ন জাতীয় দৈনিকেও এই সাপোর্ট প্রদানের খবরটি জায়গা করে নেয়।
এ ঘটনায় অভিভূত হন্ডুরাস ফুটবল টিম বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম গোল বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment