নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার চরমপন্থি সংগঠন সর্বহারা অধ্যুষিত শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ছাড়া তিনজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনায় ইউপি সদস্যসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান গ্রুপের সঙ্গে চরমপন্থি হাবি-মফেজ গ্রুপের শনিবার রাত সাড়ে ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরু শেখ নামে এক ব্যক্তি মারা গেছেন। হিরু শিরখাড়া ইউনিয়নের ঘুনসী গ্রামের বাসিন্দা।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছে ঘুনসী গ্রামের দাদন মাতুব্বর, শাজাহান মৃধা ও লিমন বেপারী।
গুলিবিদ্ধদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment