নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাটে ট্রলারডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় একাধিক যাত্রী নিখোঁজ আছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ওই পুরুষের বয়স আনুমানিক ৪০।
এদিকে ট্রলারডুবির পর ভেসে ওঠা এক বৃদ্ধকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৯টার দিকে এই রিপোর্ট লেখার সময় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে অবস্থান করছেন।
ট্রলারের যাত্রী কিশোরগঞ্জের ভৈরবের তবারক মিয়া জানান, যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি ভৈরব থেকে ছেড়ে আসে। আশুগঞ্জ লঞ্চঘাটে আসার পর ১০-১২ জন যাত্রী একসঙ্গে ওঠার চেষ্টা করলে ট্রলারটি ডুবে যায়। তবে এ সময় বেশির ভাগ যাত্রীই পাড়ে উঠে যায়। ট্রলারটি কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাওয়ার উদ্দেশে ভৈরব থেকে ছেড়ে আসে।
আশুগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সিংহ সকাল ৯টার দিকে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, ঢাকা থেকে আসা ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। ইতিমধ্যে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment