বিশ্বকাপে প্রথম বাংলাদেশী হিসেবে অসাধারণ এক সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার ১০৩ রানের সাথে ৮৯ রানের ইনিংস খেলে দলের বড় সংগ্রহের কৃতিত্বটা মুশফিকেরও প্রাপ্য।
বাংলাদেশের ইনিংস শেষে নিজের ইনিংসটা আরও দীর্ঘায়িত করতে না পারার আক্ষেপ ঝরে পড়ল মাহমুদুল্লাহর কণ্ঠে। দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে ১০৩ রানকে টেনে নিতে পারতেন আরও অনেক দুর। সেটাই ইনিংস শেষে বললেন তিনি। মাহমুদুল্লাহ বলেন, ‘অনুভূতিটা দারুন। তবে আরও কিছু রান করতে পারলে আরও খুশি হতে পারতাম। দুর্ভাগ্য আউট হয়ে যেতে হলো!’
পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ নিজের প্রথম এবং বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটি উৎসর্গ করেন প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে।
মাহমুদুল্লাহ বলেন, ‘আজকের সেঞ্চুরিটি নিয়ে আমি অনেক আনন্দিত। তবে আগামী ম্যাচগুলোতে আরও রান করতে পারলে ভালো লাগবে। আমাদের ১৫/২০ রান কম হয়েছে। আজকের ম্যাচে জয় পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমাদের। তবে এজন্য বোলারলের সঠিক লাইন লেন্থে বল করতে হবে এবং ফিল্ডিংয়ে ভালো করতে হবে। জয় পেতে হলে এমন স্লো উইকেটে প্রথমে দ্রুত তাদের কয়েকটি উইকেট তুলে নিতে হবে। আজকের ইনিংসটি আমার স্ত্রী ও সন্তানকে উৎসর্গ করছি।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment