টাইগারদের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম জুটি রেকর্ড রান সংগ্রহ করেছেন। পঞ্চম উইকেট জুটিতে ১৪১ রান করে তারা এ রেকর্ড করেন।
বিশ্বকাপের এগারোতম আসরের ৩৩তম ম্যাচে ইংলিশদের বিপক্ষে তারা এ রেকর্ড গড়েন।
এর আগে গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে রিয়াদ-তামিম জুটির ১৩৯ ছিল টাইগারদের সর্বোচ্চ রানের জুটি। এছাড়া ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে সাকিব-মুশফিকের ১১৪ রানের জুটি এখন তৃতীয় সর্বোচ্চ।
ম্যাচে টাইগারদের করা ২৭৫ রান ইংলিশদের বিপক্ষে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালে ঢাকায় করা ২৬০ রানই ছিল টাইগারদের দলীয় সর্বোচ্চ।
এ ম্যাচে বাংলাদেশের পক্ষে বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের শতক হাঁকানোরও রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। ১০৩ রানে করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment