অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় লা লিগার শীর্ষে ওঠার সুযোগ এসেছিল বার্সেলোনার সামনে। আর এমন সুবর্ণ সুযোগ হাতে পেয়ে ভালোমতোই কাজে লাগাল কাতালানরা।
রোববার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হ্যাটট্রিকে রায়ো ভায়েকানোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। এর ফলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লুইস এনরিকের দল।
মেসির হ্যাটট্রিক ছাড়া রায়ো ভায়েকানোর বিপক্ষে লুইস সুয়ারেজ দুটি এবং জেরার্ড পিকে একটি গোল করেন।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বার্সেলোনা। পঞ্চম মিনিটে জাভির সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর প্রথমার্ধে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।
তবে দ্বিতীয়ার্ধে গোল-উৎসবে মেতে ওঠেন বার্সেলোনার খেলোয়াড়রা। আর এই উৎসবের নেতৃত্ব দেন দলের সেরা তারকা মেসি। ম্যাচের ৪৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন পিকে। জাভির কর্নার কিক থেকে জরদি আলবার হেড বারে লেগে ফিরে আসে। তবে ডি বক্সের ভেতরেই দাঁড়ানো পিকে বল পেয়ে জালে জড়িয়ে দেন।
এরপর ৫৪ মিনিটে ডি বক্সে সুয়ারেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রায়ো ভায়েকানোর টিটো। আর পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেন মেসি।
৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন মেসি। এর পাঁচ মিনিট পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার সুপারস্টার।
ম্যাচের ৮০ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ। আর পেনাল্টি পায় অতিথিরা। পেনাল্টি থেকে গোল করে পরাজয়ের ব্যবধান কমান ভায়েকানোর স্প্যানিশ স্ট্রাইকার বুয়েনো।
তবে নিজেদের বড় পরাজয় ঠেকাতে পারেনি রায়ো ভায়েকানো। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৬-১ করেন সুয়ারেজ। মেসির সহায়তায় গোলটি করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের অবস্থান তৃতীয় স্থানে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment