হামলার আশঙ্কায় ডিএমপির মিরপুর বিভাগের সাত থানায় বাঙ্কার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 9, 2015

হামলার আশঙ্কায় ডিএমপির মিরপুর বিভাগের সাত থানায় বাঙ্কার !!!!!


হামলার আশঙ্কায় ডিএমপির মিরপুর বিভাগের সাত থানায় নিরাপত্তা দিতে বাঙ্কার স্থাপন করা হয়েছে। বালুর বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করে সেখানে পুলিশ অস্ত্র তাক করে আছেন। পুলিশ জানিয়েছে, এটি অভ্যান্তরীণ নিরাপত্তার অংশ বিশেষ।

থানাগুলো হলো- মিরপুর মডেল থানা, কাফরুল, পল্লবী, দারুস সালাম, ভাষানটেক, শাহ আলী ও রুপনগর।

রোববার সন্ধ্যার পর থেকেই মিরপুরের সাত থানায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সোমবার আড়াইটার দিকে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ওই এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাসুদুর রহমান আরো জানান, মিরপুর বিভাগের থানাগুলোতে কে বা কারা হুমকি দিয়েছে। এর প্রেক্ষিতেই নিরাপত্তা চৌকি স্থাপন করেছেন।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য থানাগুলোতে এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই অন্য থানায় এমন ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার নিসারুল আরিফ  সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, গত ৫ মার্চ থেকে মিরপুরের সকল থানায় বাড়তি নিরাপত্তার স্বার্থেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কারো কোনো হুমকি থেকে নয়। তবে হুমকি আসতে পারে এরকম সতর্কতা থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

অন্যদিকে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ  সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, সম্প্রতি জামায়াত-শিবির বিভিন্ন জায়গায় নাশকতা চালাচ্ছে। তারা থানাগুলোতেও হামলা করতে পারে। এর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার একটি ফাঁড়িতে জামায়াত-শিবির হামলা করেছিল। এর অংশ হিসেবে আগে থেকেই বাড়তি সতর্কতার জন্য এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here