সনি’র ল্যাপটপ হিসেবে বাজারে পরিচিত ছিল ‘ভায়ো’ ব্র্যান্ড। তবে ল্যাপটপের বাজারে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে ব্যর্থ হওয়ায় গত বছর ‘ভায়ো’ বিভাগটি বিক্রি করে দেয় সনি।
এ ঘটনায় অনেকেই ধারণা করেছিল এক সময়ের জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা ব্র্যান্ডটি হয়তো নিজস্ব ব্র্যান্ডে আর বাজারে পণ্য আনবে না। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সনির সাবেক ব্র্যান্ড ‘ভায়ো’ আবার বাজারে ফিরেছে। আর এক্ষেত্রে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ভায়ো এবার সনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। প্রতিষ্ঠানটি বাজারে তাদের স্মার্টফোন উন্মোচন করেছে।
স্মার্টফোনের বাজারে সনি তাদের এক্সপেরিয়া স্মার্টফোন বাজারজাত করে আসছে। আর সনির সাবেক ল্যাপটপ বিভাগ ‘ভায়ো’ বাজারে ফিরে সনির সঙ্গে টেক্কা দিতে ভায়ো ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন উন্মোচন করেছে।
ভায়ো ভিএ-১০জে মডেলের নতুন এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। আইপিএস প্রযুক্তি ৫.০ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে কোয়ালকম স্ল্যাপড্রাগন ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যা ম, ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, ৬৪ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৫০০এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
চলতি মাসের ২০ তারিখ থেকে ভায়োর নতুন স্মার্টফোনটি জাপানের বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ পাওয়া যাবে, সে ব্যাপারে তথ্য প্রকাশ করা হয়নি।
ভায়োর প্রথম স্মার্টফোন ভিএ-১০জে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ইয়েন। ভায়ো জাপানের টেলিকম অপারেটর বি-মোবাইলের সঙ্গে যৌথভাবে আনলিমিটেড ডাটা ব্যবহারের সুবিধা দেবে স্থানীয় গ্রাহকদের।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment