দুই বছর পর খন্ড নাটকের অভিনয়ে মোশাররফ-মিশু, সাথে সোনিয়া !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, March 30, 2015

দুই বছর পর খন্ড নাটকের অভিনয়ে মোশাররফ-মিশু, সাথে সোনিয়া !!!!!

Responsive Ads Here

musharof.s.ms.1
অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে মিশু সাব্বির অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সর্বশেষ তার সঙ্গে ‘ফিফটি ফিফটি’ নামের ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মিশু। সেই নাটকটি পরিচালনা করেন ইফতেখার আহমেদ ফাহমী। এবার প্রায় দুই বছর পর তারই লেখা ও নিদের্শনায় একটি খন্ড নাটকে অভিনয় করেছেন তারা।

নাটকের নাম এখনও ঠিক করেননি পরিচালক। এ নাটকে আরো অভিনয় করেছেন সোনিয়া হোসেন। এরইমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে

নাটকটি নিয়ে মিশু সাব্বির সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে  বলেন, ‘গল্পে প্রবাসী একটি ছেলের চরিত্রে অভিনয় করেছি। যে বিদেশ থেকে ফেরার পর সোনিয়াকে বিয়ে করতে চাই। অন্যদিকে, মেয়েটি পছন্দ করে মোশাররফ ভাইকে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। দুই বছর মোশাররফ ভাইয়ের সাথে কাজ করে বেশ ভালো লাগলো।’

খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে এ নাটকটি।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad