মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির অদিতি আর্য !!!!! - SongbadProtidin24Online.com

songbad+cover

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

demo-image

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Monday, March 30, 2015

মিস ইন্ডিয়া খেতাব জিতলেন দিল্লির অদিতি আর্য !!!!!

Responsive Ads Here

miss_oditi.1

miss_oditi.2
দিল্লির মেয়ে অদিতি আরিয়া এ বছর মিস ইন্ডিয়া খেতাব পেলেন। ২৮ মার্চ রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সেরার মুকুট মাথায় তুলেছেন তিনি। আর দুই রানারআপ আফরিন ও ভর্তিকা সুযোগ পাবেন আন্তর্জাতিক বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৫২তম আসরে প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে আফরিন র‌্যাচেল ও ভর্তিকা সিং। তারা ঝলমলে অনুষ্ঠানে গান গেয়েছেন কণিকা কাপুর ও শালমালি খোলগাড়ে। মঞ্চ মাতিয়েছেন কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও শহিদ কাপুরের মতো জনপ্রিয় তারকারা।

ভারতের সেরা সুন্দরী নির্বাচনের জন্য এবার বিচারকের আসনে ছিলেন জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কাপুর, ফিরোজ নাদিয়াদওয়ালা, শিল্পা শেঠি, সোনালি বেন্দ্রে, শমক ডাবর, চিত্রাঙ্গদা সিং, আবু জানি এবং সন্দীপ খোসলা।

এ ছাড়া মঞ্চ মাতিয়েছে ‘কিক’খ্যাত জনপ্রিয় সংগীত পরিচালক ত্রয়ী হারমিত সিং, মনমিত সিং ও অঞ্জন ভট্টাচার্যর গানের দল মিট ব্রাদার্স অঞ্জন। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মনিষ পল ও নেহা ধুপিয়া।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad