প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে সোমবার সকালে আঘাত হেনেছে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প। সম্ভাব্য সুনামির আশঙ্কায় ইতোমধ্যেই দেয়া হয়েছে সুনামি সতর্কতা।
দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাবাউল শহর সংলগ্ন ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার অভ্যন্তরে ছিলো ভূমিকম্পের উৎপত্তিস্থল।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা সাড়ে সাত।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের চারপাশের এক হাজার কিলোমিটারেরর মধ্যে অবস্থিত পাপুয়া নিউগিনি ও সলোমন দ্বীপের সমুদ্র উপকূলে সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে জানিয়েছে হাওয়াইয়ে অবস্থিত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ভূমিকম্পটি আঘাত হানার পরপরই ওই স্থানে রিখটার স্কেলে ৫.৭ ও ৫ মাত্রার আরও দুটি অপেক্ষাকৃত কম শক্তিশালী কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলে জানান পাপুয়া নিউ গিনির ন্যাশনাল ডিজাসটার সেন্টারের পরিচালক মাটির্ন মোস।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment