নানা ফিচারের নিত্যনতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির ‘প্রিমো এস৩ মিনি’ মডেলের স্মার্টফোনটি বাজারে আসার পরপরই ব্যাপক জনপ্রিয় হয়েছে। আর এবার ‘প্রিমো এস৩ মিনি’ স্মার্টফোনটি বাজারে আসছে ডুয়াল সিম সুবিধায়।
অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনটিতে রয়েছে এলটিপিএস প্রযুক্তি সহ আইপিএস + ওজিএস ডিসপ্লে প্রযুক্তির ৪.৭ ইঞ্চি এইচডি স্ক্রিন। মাল্টি টাচ সুবিধার পাশাপাশি ডিসপ্লের নিরাপত্তায় ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস।
ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই হ্যান্ডসেটটির উভয় সিম স্লটেই থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। প্রসেসর হিসেবে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০, মেমোরির ক্ষেত্রে রয়েছে ১ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট স্টোরেজ সুবিধা।
প্রিমো এস৩ মিনি স্মার্টফোনটির মূল ক্যামেরার ক্ষেত্রে রয়েছে ফ্ল্যাশ ও অটো ফোকাস সুবিধাসহ সিএমওএস সেন্সরের ও বিসিআই প্রযুক্তির ৮.০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ৯০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের ৫.০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা । রয়েছে ফুল এইচডি (১০৮০পি) ভিডিও রেকর্ডিং ও প্লেব্যাক সুবিধাও।
কানেক্টিভিটির ক্ষেত্রে রয়েছে হটস্পটসহ ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, মাইক্রো ইউএসবি যা ওটিজি সমর্থন করে এবং ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে অ্যাকসিলেরোমিটার (থ্রিডি), লাইট, প্রক্সিমিটি, হল সেন্সর (স্মার্ট কভার সেন্সর) ।
এ ছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জিপিএস সুবিধা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, নোটিফিকেশন লাইট, ২০০০এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি সহ প্রভৃতি আকর্ষণীয় ফিচার।
ডুয়াল সিম সুবিধায় ‘প্রিমো এস৩ মিনি’র নতুন সংস্করণটি বাজারে আসছে চলতি মাসের শেষের দিকে। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকায়। আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ার নম্বরে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment