রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে মুসকান নামে চার বছরের এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) রাতে বাড়ির পাশের পাইলিং করা মাটির গর্ত থেকে তার লাশ উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এরপর শনিবার (২১ মার্চ) সকালে ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, মুসকানের বাবার নাম মো. ইকবাল। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সানঘাট গ্রামে। বর্তমানে তাদের বাসা ক্যান্টনমেন্ট, মানিকদি সবুজছাতা এলাকায়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়েদুল ইসলাম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পাইলিং করা মাটির গর্ত থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার ডান চোখের নিচে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এছাড়াও আঘাত রয়েছে গলায়।
নিহত শিশু মুসকানের মামা রানা সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, শুক্রবার সকাল থেকেই মুসকান নিখোঁজ ছিল। তার খোঁজে আমরা এলাকায় মাইকিং করি। অনেক খোঁজাখুঁজি হয়। তবে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আর রাতে তার লাশ পাওয়া গেলো।
তিনি অভিযোগ করে বলেন কেউ মুসকানকে হত্যা করে লাশ ফেলে রাখতে পারে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment