জ্যোতিষীর গণনায় এগিয়ে মাশরাফি ও বাংলাদেশ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 18, 2015

জ্যোতিষীর গণনায় এগিয়ে মাশরাফি ও বাংলাদেশ !!!!!


বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সকাল সাড়ে নয়টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি বর্তমানে টক অব দ্য ওয়ার্ল্ড। সবখানেই চলছে একই জল্পনা-কল্পনা, কী হয় ওই ম্যাচের ফল!

এ যাত্রায় পিছিয়ে নেই জ্যোতিষীরাও। তারা এই ম্যাচটিকে নিয়ে সংখ্যাতত্ত্বের ছাচে ফেলে চুলচেড়া বিশ্লেষণ করছেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন ও রাশি বিশ্লেষণ করেছেন জ্যোতিষীরা। এই বিশ্লেষণে অবশ্য ভারতের অধিনায়কের চেয়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক। এগিয়ে আছে বাংলাদেশও।

মহেন্দ্র সিং ধোনি : ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৯৮১ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। তার রাশি হল ‘কন্যা’। আর নিয়ন্ত্রণকারী গ্রহ বুধ। ১৯ মার্চ ম্যাচের দিনটিতে চাঁদের অবস্থানের দিক তাকালে দেখা যাবে সেটা ৬ নম্বর ঘরে অবস্থান করছে। সেক্ষেত্রে তার দল খুব একটা ভালো অবস্থানে নেই। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষ বেশি সুবিধা পাবে। বিষয়টি ভারতের অধিনায়ককে ম্যাচের সময় বেশ চাপে রাখবে। সে কারণে তিনি নিজের সেরা পারফরম্যান্সটি নাও করতে পারেন। এমতাবস্থায় সেমিফাইনালে যেতে হলে ভারতকে কঠোর পরিশ্রম করতে হবে। ধোনির জন্মদিনের চার্ট অনুসারে শুক্র গ্রহ ১২ নম্বর ঘরে অবস্থান করছে। যেটা তার ভাগ্যকে সুপ্রসন্ন করলেও সুযোগ-সুবিধা কম দেবে।

মাশরাফি বিন মুর্তজা : বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। সিংহ রাশির জাতক তিনি। তাকে নিয়ন্ত্রণকারী গ্রহ সূর্য। ১৯ মার্চ ম্যাচের দিন তার রাশি চার্টে চাঁদ অবস্থান করছে ৭ নম্বর ঘরে। যার মানে হচ্ছে এই তিনটি তার জন্য খুবই তাৎপর্যপূর্ণ, শুভ ও মাঙ্গলিক। যেটা তার নেতৃত্বগুণকে বিকশিত করবে। কিন্তু তাকে নিয়ন্ত্রণকারী গ্রহ শুক্র ৮ নম্বর ঘরে অবস্থান করায় বিষয়টি কিছুটা অসুবিধার। কারণ, এটি তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলবে। ক্লান্তি থেকে তিনি মাঠে লুটিয়ে পড়তে পারেন। তার আত্মবিশ্বাসের মাত্রাকে কমিয়ে দিতে পারে। তবে মহেন্দ্র সিং ধোনির রাশির সঙ্গে বিশ্লেষণ করে দেখা যায় মাশরাফির গ্রহের আন্দোলন ভালো।

সংখ্যাতত্ত্ব বিশ্লেষণ করে বৃহস্পতিবারের ভারত-বাংলাদেশ ম্যাচের পূর্বানুমান করলে দেখা যায়- ম্যাচটি উভয় দলের জন্যই কঠিন হবে। জয়ের সুযোগ উভয় দলের জন্য ফিফটি-ফিফটি। তবে সব মিলিয়ে সংখ্যাতত্ত্বেও হিসাবে বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here