‘শেষ বিশ্বকাপ বলে কী যা ইচ্ছে তা-ই করবেন?’ শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে এখন এমন প্রশ্ন করতেই পারেন তার ব্যাটের বেধড়ক পিটুনিতে ‘আহত’ প্রতিপক্ষের বোলাররা।
আসলেই তো! যা ইচ্ছে তা-ই-তো করে চলেছেন তিনি।
কোনো বোলারকেই বোলার মনে হচ্ছে না তার! ইংলিশ থেকে টাইগার, সবশেষে ক্যাঙ্গারু- প্রতি দলের বোলারদেরই তুলোধুনো করে শতক আদায় করেছেন, গড়ে ফেলেছেন বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হ্যাটট্রিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড।
ক্রিকেটার হিসেবেও অনেকটা ‘বুড়ো’ হয়ে গেছেন ‘ক্লাসিক সাঙ্গা’। কিন্তু প্রতিটা সেঞ্চুরি তিনি যে দুর্দান্ত গতিতে খেলে করেছেন- তাতো ‘নবীন উদ্যমী’দেরও অবাক করছে!
২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে টাইগার বোলারদের নাকানি-চুবানি দিয়ে শতক (১০৫*) অদায়ের পর ১ মার্চ ওয়েলিংটনে ইংলিশ বোলারদেরও তুলোধুনো করেন এ লংকান ‘সিংহ’, আদায় করে নেন ১১৭*।
আর সবশেষে রোববার (৮ মার্চ) সিডনিতে অসিদের বিপক্ষেও আদায় করে নিলেন সেঞ্চুরি (১০৪)।
কেবল সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই ক্ষ্যান্ত হচ্ছেন না সাঙ্গাকারা। গড়ে চলেছেন আরও নতুন নতুন রেকর্ডও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববারের (৮ মার্চ) ম্যাচেই তো ছুঁয়েছেন বিশ্বকাপে উইকেটের পেছনে দাঁড়িয়ে সর্বোচ্চ ডিসমিসালের মাইলফলক। অবশ্য, এই রেকর্ডে এখনও তার অংশীদার সাবেক অসি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট।
কিন্তু গিলক্রিস্টতো ক্রিকেটকে বিদায় বলেছেন, সাঙ্গা থামছেন কোথায়?
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
No comments:
Post a Comment